সিরাজগঞ্জে স্ত্রী বিউটি খাতুনকে হত্যার দায়ে স্বামী মো. সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ এই রায় দেন।
সাজাপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২১ ডিসেম্বর সুলতান মাহমুদ তার স্ত্রী বিউটি খাতুনকে নিজ বাড়িতে পিটিয়ে ও গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন এনায়েতপুর থানায় সুলতান মাহমুদকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ সুলতান মাহমুদকে আটক করে। এই মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।